সিলেটপোস্ট রিপোর্ট : বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি শনিবার অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে রেঙ্গা হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, নাটিকা, স্লাইড শো প্রদর্শণী।
সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক যুলিয়া জেসমিন মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সীমান্তিক কেন্দ্রিয় কমিটির চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন ম্যানেজার লুৎফর রহমান, যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশ্বহাত ধোয়া দিবসের প্রেক্ষাপটসহ শিশুদের হাতধোয়ার কলাকৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে।
পরে ক্লিনিকে দুপুর ১২টায় বাংলা ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন দক্ষিণ সুরমা সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ফয়ছল আহমদ।