সিলেট পোস্ট রিপোর্ট :ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু এক ঘণ্টার এই পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয় বলে বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ৫০০ আসনের বিপরীতে ২২ হাজার ১২৪ শিক্ষার্থী রাজধানীর ১০টি কেন্দ্রে শেকৃবির এই ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে রাজধানীর কিশলয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে কমল বিশ্বাস এবং মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জাহিদ হাসান নামে দুই পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে রেবেকা সুলতানা, আকাশ মিস্ত্রি ও ইমদাদুল হক মিলন এবং লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে ওমর ফারুক নামে আরও চার পরীক্ষার্থীকে আটক করা হয়।আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষে কমল বিশ্বাসকে ছেড়ে দিয়ে বাকি পাঁচজনকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।এতে আরও বলা হয়, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি করা হবে।