সিলেটপোস্ট ডেস্ক::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আব্দুর রকিব বাবলুর নেতৃত্বে সিলেট মহানগর কৃষকলীগের উদ্যোগে শুক্রবার নগরীতে আনন্দ মিছিল সহকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আব্দুর রকিব বাবলু, সিনিয়র সহ-সভাপতি হোসেন আহমদ, সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম ফারুকী, আসাদ আহমদ, বিজিত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব বক্স, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৌমিত আচার্য্য, মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ, সদস্য বিজন কর, ৯নং ওয়ার্ডের সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মাসুদ, ৪নং ওয়ার্ডের সভাপতি মো: সাঈদ, ১৩নং ওয়ার্ডের সভাপদি মো: আলী রিয়াদ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ রকি, সহ-সভাপতি রথীন্দ্র তালুকদার, ১০নং ওয়ার্ডের সভাপতি আলী হায়দার রুম্মান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান নীলু, মহানগর কৃষকলীগ নেতা দুলাল মিয়া, ৩৩নং ওয়ার্ডের সভাপতি বদরুল ইসলাম. সহ-সভাপতি মুজিবুর রহমান, মহানগর কৃষকলীগের সদস্য ফজলুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।