সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কুলাউড়াকে এগিয়ে নিতে চাই-শফিউল আলম নাদেল

সিলেটপোস্ট ডেস্ক::মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ৪ বার ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। ভূমি ও গৃহহীন লোকজনকে সরকার জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে। দেশে কেউ আর ভূমিহীন থাকবে না।’

তিনি বলেন, ‘বিগত সময়ে কুলাউড়ায় সরকারদলীয় সংসদ সদস্য না থাকায় কুলাউড়া উন্নয়নে পিছিয়ে ছিল। গত সংসদ নির্বাচনে কুলাউড়াবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী আমি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কুলাউড়াকে এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভান্ডারিগঁাও সড়কের উদ্বোধন শেষে উপস্থিত লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরে শফিউল আলম চৌধুরী নাদেল মণিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে তঁাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এদেশ স্বাধীন হয়েছে। তাই এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে যারা স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চায়, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরেন সিংহ। প্রদীপ সিংহ ও শিউলী দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ রহমান আতিক, কর্মর্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আপ্তাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক আহমদ, ইউপি সদস্য সাইদুল ইসলাম, মশাহিদ আলী, রায়না বেগম, সাবেক ইউপি সদস্য মফছন্দ আলী, যুবলীগ সভাপতি কামাল হোসেন সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেলকে ক্রেস্ট ও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.